ভৈরব থেকে মালভর্তি পিকআপভ্যান ছিনতায়ের সময় তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করে। এসময় পুলিশ পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে আজ রোববার রাত ৭ টার দিকে উপজেলার আগানগর গ্রাম এলাকায়। ছিনতাইকারীরা গাড়ীর চালককে মারধোর করে মালামালসহ গাড়ীটি জোরপূর্বক চালিয়ে ভৈরব শহর পার হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব থানার বারিচা পৌঁছলে পুলিশ গাড়ীটিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলো মামুন (৩০), সোহান (২৪) ও আকাশ (২৫)। তাদের বাড়ী ভৈরব শহরের গাছতলাঘাট এলাকায়।
পিকআপভ্যান মালিক আশুগঞ্জ এলাকার মো. তৌহিদ জানান, আমার চালক রোববার বিকেলে আশুগঞ্জের একটি রাইস মিল থেকে খালি বস্তা গাড়ীতে ভর্তি করে ভৈরবের একটি চিড়ার মিলে নিয়ে যাচ্ছিল। গাড়ীটি ভৈরব শহরের গাছতলাঘাট এলাকায় পৌঁছলে তিন ছিনতাইকারী চালককে ভুল পথ দেখিয়ে উপজেলার আগানগর গ্রাম এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে চালককে মারধোর করে গাড়ী থেকে নামিয়ে দিয়ে ছিনতাইকারী চক্র নিজেরাই গাড়ী চালিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। পরে চালক থানায় এসে পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ গাড়ীটি রাত ৮ টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের বারিচা এলাকা থেকে ছিনতাইকারীদেরসহ আটক করে।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক মো. আবুতালেব জানান, গ্রেফতারকৃতরা চিন্হিত ছিনতাইকারী। গাড়ী ছিনতাইয়ের কথা তারা পুলিশের কাছে স্বীকার করেছে। এব্যাপারে গাড়ীর মালিক বাদী হয়ে থানায় মামলা দেয়ার প্রস্ততি চলছে। মামলা করার পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে তিনি জানান।