মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নির্ভিগ্নে পূজা উদযাপনের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে পূজা মন্ডপের প্রতিনিধিদের সাথে ড. মেহাম্মদ জালাল উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
রোববার ২৮ সেপ্টেম্বর বিকেলে গজরা ইউনিয়নের ৯২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময়ে চাঁদপুর জেলা ব্রাক্ষন কমিটির সাংগঠনিক সম্পাদক বলরাম গোস্বামীর সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শফিকুল ইসলামের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনিবার্হী সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানদের বসবাস। আমাদের মিলেমিশে থাকতে হবে। একে অপরের দুঃখে-সুখে অংশীদার হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ন থাকে সে লক্ষ্যে সার্বিক প্রয়াস চালিয়ে যেতে হবে। তাই আমাদের হাজার বছরের লালিত ঐতিহ্যেকে ধরে রাখতে হবে।
তিনি বলেন, একটি সুন্দর, স্থিতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপি সরকারের কোন বিকল্প নেই ৷ সেই লক্ষে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে কাজকরলে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিনির্মান হবে একটি নতুন বাংলাদেশ ৷
ড. মোহাম্মদ জালাল উদ্দিন তার ব্যাক্তিগত পক্ষ থেকে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ৬৮টি পূজা মন্ডপে আর্থীক অনুদান প্রদান করেন৷ মতবিনিময়ে ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মীনি প্রকৌশলী শাহনাজ শারমিন, জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার ৷ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সি, বক্তব্য রাখেন,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেস ভৌমিক, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র দাস,সাধারণ সম্পাদক স্যামল চন্দ্র দাস, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্নেহলতা,দূর্গাপুর পূজা মন্ডপের সভাপতি অমল মাস্টার,ষাটনল পূজা মন্ডপের সভাপতি বাবু অনিল প্রমুখ ৷