× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃষিজমি ও পুকুর ভরাটে প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭ পিএম

ছবি: সংগৃহীত।

লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ডের গন্ডামারা এলাকায় রাতের অন্ধকারে আইন-কানুন উপেক্ষা করে চলছে কৃষি জমি ও পুকুর ভরাটের মহোৎসব। সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্থানীয় রাজনৈতিক পরিবারের প্রভাবশালী সদস্যরা এ কাজে সরাসরি জড়িত। স্থানীয়রা অভিযোগ করেন, রাজনৈতিক নেতার আপন বোন নিজস্ব প্রভাব খাটিয়ে কৃষিজমি ভরাট করছেন। এছাড়াও একাধিক পুকুর ও আবাদি জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের আশঙ্কা, এসব ভরাটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হবে, জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং এলাকার পরিবেশ ও জীববৈচিত্রে ক্ষতি হবে। বাংলাদেশের প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী কোনো প্রাকৃতিক জলাশয়, পুকুর, খাল বা আবাদি কৃষি জমি ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী দোষী ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের, জরিমানা এবং ভরাটকৃত স্থান পুনরুদ্ধারের ক্ষমতা পরিবেশ অধিদফতর ও প্রশাসনের হাতে রয়েছে। স্থানীয় আইনজীবীরা জানান,সরকারি নীতিমালা অনুযায়ী জমি বা জলাশয় ভরাট করতে হলে প্রশাসনের অনুমোদন নিতে হয়। কিন্তু ব্যক্তিগত প্রভাব খাটিয়ে যে কোনো ধরণের ভরাট আইনত অপরাধ।”

স্থানীয়দের দাবী,অবিলম্বে ভরাট কার্যক্রম বন্ধ করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.