× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবি শিক্ষক নিয়োগে কারচুপি, ভিসিকে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট।

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ভিসিসহ নিয়োগ কমিটির সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছেন বঞ্চিত এক প্রার্থী। 

আইনি নোটিশ পাঠানোর আগে ২১ সেপ্টেম্বর তিনি রাবি উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ২৮ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের একজন আইনজীবীর মাধ্যমে রাবি উপাচার্যসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন ওই প্রার্থী। এতেও প্রতিকার না পেলে তিনি উচ্চ আদালতে মামলা করবেন, আইনি নোটিশে সেটাও জানিয়েছেন তিনি। 

প্রার্থীর অভিযোগ নামা ও কর্তৃপক্ষ বরাবর পাঠানো লিগ্যাল নোটিশের তথ্যে জানা গেছে, অভিযোগকারী প্রার্থীর নাম রাহাত ইসলাম হৃদয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের একজন শিক্ষার্থী। 

সম্মান স্নাতকে সিজিপিএ ৪ এর মধ্যে ৩ দশমিক ৬৩ এবং স্নাতকোত্তরে ৩ দশমিক ৮৬ পেয়ে উভয় পরীক্ষাতেই নাট্যকলা বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। 

এদিকে বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলে তিনি একজন প্রার্থী হিসেবে আবেদন করেন। ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় যথারীতি অংশগ্রহণ করেন। 

তিনি লিখিত পরীক্ষায় ভাল করলেও প্রকাশিত ফলাফলে তাকে অকৃতকার্য দেখানো হয়। আর এ কারণে তিনি মৌখিক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ পাননি। 

এদিকে লিখিত পরীক্ষায় ভাল পরীক্ষা দেওয়ার পরও তাকে অকৃতকার্য দেখানোর বিষয়ে কারসাজি করা হয়েছে দাবি করে রাহাত ইসলাম ২১ সেপ্টেম্বর উপাচার্য বরাবর আবেদন দিয়ে লিখিত পরীক্ষার ফলাফল বাতিলসহ পুণরায় পর্যালোচনার দাবি করেন। কিন্তু রাবি প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। 

এছাড়া ভিসিকে দেওয়া অভিযোগের অনুলিপি শিক্ষা উপদেষ্টা ও ইউজিসির চেয়ারম্যানকেও পাঠানো হয়েছিল। কিন্তু কোনো পক্ষ থেকেই কোনো প্রতিকার পাননি তিনি। 

অভিযোগ নামার সঙ্গে বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথোপকথনের আড়াই মিনিটের একটি অডিও ক্লিপ সংযুক্ত করা হয়েছে, যাতে বিভাগের চেয়ারম্যান তার কাছে টাকা দাবি করেছিলেন।  

অন্যদিকে বঞ্চিত প্রার্থী ২৮ সেপ্টেম্বর নিয়োগ কমিটির সভাপতি রাবি ভিসিসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। অভিযোগকারী প্রার্থী সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ নুরুল হুদার মাধ্যমে এই আইনি নোটিশটি পাঠিয়েছেন। 

শিক্ষা উপদেষ্টা ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকেও নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে রাবির নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগে সংঘটিত অনিয়মের প্রতিকার না পেলে উচ্চ আদালতে মামলা করার কথাও বলা হয়েছে। 

আইনজীবী নুরুল হুদা জানান, আমার মক্কেল ২১ সেপ্টেম্বর রাবি ভিসির কাছে অভিযোগ দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই নিয়োগ কার্যক্রম বাতিল ও অভিযোগের যথাযথ তদন্তের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাতদিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আমরা উচ্চ আদালতে রিট করব। 

অন্যদিকে প্রার্থী রাহাত ইসলামের দাবি  নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। নিয়োগ বোর্ডের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি সরাসরি অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীদের নিয়োগের সুপারিশ দিয়েছেন।  

লিখিত অভিযোগে রাহাত ইসলাম জানান, নাট্যকলা বিভাগের চেয়ারম্যান তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন, চাকরি পেতে হলে নির্দিষ্ট মাধ্যমে টাকা দিতে হবে। তিনি আমাকে আরও বলেছিলেন, অর্থ ছাড়া চাকরি পাওয়ার কোনো বিকল্প পথ নেই। 

তার অভিযোগ, নিয়োগ বোর্ডে প্রথমে যিনি বিশেষজ্ঞ সদস্য ছিলেন, পরে তাকে বাদ দিয়ে অন্য একজনকে বোর্ডে  অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও নির্দিষ্ট বিষয় আগে থেকেই কিছু প্রার্থীকে জানিয়ে দেওয়া হয়েছিল। তারাই নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

অভিযোগের বিষয়ে রাবির নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মীর মেহবুব আলম জানিয়েছেন, এগুলো সব মনগড়া অভিযোগ। নিয়োগ পরীক্ষায় কোন অনিয়ম হয়নি। মোট ২৩ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু অভিযোগকারী প্রথম ১০ জনের মধ্যেও আসতে পারেননি লিখিত পরীক্ষায়। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে।  

পরীক্ষার আগে নিয়োগের বোর্ডের বিশেষজ্ঞ পরিবর্তন করা প্রসঙ্গে তিনি জানান, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত। বোর্ডে কাকে রাখা হবে অথবা হবে না, সেটার সিদ্ধান্ত প্রশাসন দিয়ে থাকেন। কথোপকথনের অডিও প্রসঙ্গে বিভাগের সভাপতির দাবি এখন তো এআই প্রযুক্তি দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। এসব অভিযোগ ভিত্তিহীন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব রাহাতের অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তি আছে কি না- সেটা খুঁজে দেখা হবে। আইনি নোটিশ পাঠানো হয়ে থাকলে সেটিও আইনিভাবে মোকাবিলা করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.