× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে টিকা পাচ্ছে ৫ লাখ ৫৯ হাজার শিশু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

নীলফামারীতে ৫ লাখ ৫৯ হাজার ৫৩৭ জন শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এক মাসব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে। সোমবার দুপুরে নীলফামারী ইপিআই মিলনায়তনে জেলা পর্যায়ে আয়োজিত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩ লাখ ৮০ হাজার ৫০৫ জন ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ১ লাখ ৭৯ হাজার ৩২ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু বিনামূল্যে এই টিকা পাবে।

অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ কর্মসূচির কার্যক্রম উপস্থাপন করেন।

সভায় জানানো হয়, এই প্রথম সারাদেশব্যাপী টাইফয়েড প্রতিরোধে সরকারিভাবে টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে। টিকাদান কেন্দ্রে অনলাইন নিবন্ধনের পাশাপাশি তাৎক্ষণিকভাবে আগত শিশুদেরও টিকা দেওয়া হবে। জেলা সদরসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, স্কুল ও কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকা ক্যাম্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, টাইফয়েড একটি মারণব্যাধি। বিশেষ করে শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি অভিভাবকদের সন্তানদের টিকা দেওয়ার জন্য অনুরোধ জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.