ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল সোমরার ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁঞা। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম, ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল, আলহেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, অন্বেষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস সম্পাদক নিজাম উদ্দিন খান, ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফর রহমান, হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সঞ্চালনায় পলাশ উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নজরুল ইসলাম।