হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ জেলা বিএনপির ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সোমবার(২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রম শ্রী শ্রী দূর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশন পরিচালনা,সারদা সংঘ এবং বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের যৌথ সহযোগিতায় রামকৃষ্ণ মিশনে ভক্তবৃন্দের পুষ্পাজ্ঞলী অর্পণ শেষে শতাধিক অহসায় ও দরিদ্র নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সভাপতি সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, রামকৃষ্ণ আশ্রমের হৃদয়ানন্দ মহারাজ, জেলা বিএনপির আহবায়ক সদস্য নাসিম উদ্দিন লাল,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়, রামকৃষ্ণ মিশনের সাধারন সম্পাদক চন্দন প্রসাদ রায়সহ, বিএনপি, যুবদল ,ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।