শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ অগ্নিবীর ফেনী জেলার শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের ট্রাংক রোডের জয় কালী মন্দিরে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ ডাক্তার মো. মিজানুর রহমান ও ডা. মো. নুরুল খাব্বাব স্বজন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি শেখ আশিকুন্নবী সজীব। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উৎস চক্রবর্তী, সুশান্ত চন্দ্র দাস, ইমন, মিঠুন, অনির্বাণ, ঋষিতা, অতনু দেবনাথ, সঞ্জয়, অন্তর, অনুপ নাথ প্রমুখ।
এর আগে সংগঠনের পক্ষ থেকে শহরের হরিজন পল্লী ও অন্যান্য জায়গায় প্রায় অর্ধশতাধিক অসহায় ও দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।