শিশুদের টাইফয়েড জ্বরের সংক্রামণ থেকে পুরোপুরি সুরক্ষিত রাখতে মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ে মিডিয়া কর্মীদের কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবন হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এই কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় ও জেলা সিভিল সার্জন মো: মামুনুর রহমান এর সভাপতিত্বে কনসাল্টেশন ওয়ার্কশপে অংশ নেন মৌলভীবাজারে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অর্থশত সাংবাদিক।
কনসাল্টেশন ওয়ার্কশপে ডাইপয়েড টিকাদান সংক্রান্ত তথ্য-উপাত্য তুলে ধরে বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম ও ইউনিসেফ এর সিলেট প্রতিনিধি ডা. নভোজ্যাুতি দেব।
কনসাল্টেশন ওয়ার্কশপে সাংবাদিকদের জানান, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা জুড়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এতে ৯ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ বয়সী শিশু-কিশোরদের অর্থাৎ প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে একডোজ ডাইফয়েড টিকা খাওয়ানো হবে। উল্লেখ্য, টাইফয়েড জ্বর মূলত একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় এক লক্ষ ১০ হাজার জন মৃত্যুবরণ করেন। আক্রান্ত ও মৃত্যুবরণকারীদের অধিকাংশই দক্ষিণ এশিয়া এবং সাব-সাহারান আফ্রিকায় বসবাসকারী মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বের উন্নত দেশসমূহে এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কম হলেও বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশে অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে।