পটুয়াখালীর দুমকিতে দোকান চুরির ঘটনায় জনতার হাতে ধরা পড়া কিশোর চোরকে প্রহৃত করায় উল্টো চুরির শিকার দোকান মালিক জলিল সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার চরবয়েড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, কিশোর রমজানকে গণপিটুনির ঘটনায় দোকান মালিক জলিল সিকদারকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরবয়েড়া গ্রামের জলিল সিকদারের দোকানে চুরি করতে গিয়ে রমজান (১৪) নামের এক কিশোর হাতেনাতে ধরা পড়ে। পরে জনতা তাকে বেধড়ক মারধর করে। এ সময় দোকান মালিক জলিল সিকদারও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
খবর পেয়ে পুলিশ কিশোরকে উদ্ধার করে থানায় নেয়। ওই রাতেই জলিল সিকদার বাদী হয়ে রমজানের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করলে পুলিশ আসামিকে কোর্টে চালান দেয়। তবে ঘটনার দুই দিন পর বুধবার চুরির মামলার বাদী জলিল সিকদারকেও আটক করেছে পুলিশ।
এদিকে দোকান মালিকের গ্রেফতারে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, চুরির শিকার ব্যক্তির বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ায় ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠেছে।