× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় প্রবাসীর জমি দখল ও চাদা দাবির অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৫, ১৯:৫৩ পিএম

ময়মনসিংহের ভালুকায় এক সৌদি প্রবাসীর বসতভিটা ও পারিবারিক কবরস্থানের জমি দখলের চেষ্টা এবং ২০ লাখ টাকা চাদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী আনছারুল হক (৪০) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, রাজৈ এলাকার মৃত আত্তস আলীর ছেলে আ. আজিজ মন্ডল (৬০), মৃত আ. কাদেরের ছেলে লিটন মন্ডল (৪৮), মৃত আ. রহমানের ছেলে ইসমাইল হোসেন মেঘু (৫৮), মন্নাছের ছেলে আ. খালেক (৫৩), মৃত রজব আলীর ছেলে রফিকুল ইসলাম রবি (৫০), আ. খালেকের ছেলে সবুজ (৩৩), মৃত আ. রহমানের ছেলে নবি হোসেন (৫২), ইসমাইল হোসেন মেঘুর ছেলে সোহেল মিয়া (৩৫), মৃত মন্নাছের ছেলে আ. মালেক (৫১), এবং মৃত আ. রহমানের ছেলে মনির হোসেন (৪৮)।

অভিযোগে বলা হয়, দীর্ঘ ২৫ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছেন আনছারুল হক। দেশে না থাকার সুযোগে বিবাদীরা তার বসতভিটা ও কবরস্থানের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। ছয় মাস আগে দেশে এসে তিনি জমিতে পাকা বাউন্ডারি নির্মাণ শুরু করলে অভিযুক্তরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

গত ২৪ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা প্রবাসীর বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নির্মাণাধীন বাউন্ডারির পিলার ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিলে প্রবাসী ও তার পরিবারকে হত্যার হুমকিও দেয় তারা।

অভিযুক্ত আ. আজিজ মন্ডল অভিযোগ অস্বীকার করে জানান, “সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। চাঁদা দাবি বা বাউন্ডারি ভাঙচুরের ঘটনা ঘটেনি।” এ বিষয়ে প্রবাসী আনছারুল হক আশঙ্কা প্রকাশ করেছেন, যেকোনো সময় বিবাদীরা তার পরিবার ও সম্পত্তির ক্ষতি করতে পারে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, “অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কাগজপত্রসহ দুইপক্ষকে থানায় ডাকা হয়েছিল। আনছারুল হক হাজির হলেও অভিযুক্তরা আসেনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.