ছবি: সংগৃহীত।
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে। নবগঠিত কমিটিতে গীতিকার আব্দুর রহিম আহবায়ক, বাউল তারা খান সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
বুধবার (১ লা অক্টোবর) বিকেল ৩টায় দিরাই উপজেলা গণ মিলনায়তন হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুর রশিদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক অশোক কুমার তালুকদার। বাউল আব্দুল রহিমের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বাউল দলের আহবায়ক গীতিকবি নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক আল হেলাল,সদস্য সচিব হাকীম আফতাব উদ্দীন,দিরাই উপজেলা যুবদল নেতা সুহেল আহমদ তালুকদার, রাজানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী আহমদ খান, করিমপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আউলাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ২০০৭ সালে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মতিতে এবং সাবেক মন্ত্রী,বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ এর পৃষ্ঠপোষকতায়,সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের প্রধান উপদেষ্টা ড.মঈন খানের দিক নির্দেশনায় রাজনীতিতে বাংলাদেশের বাউল সমাজের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার লক্ষ্যে “বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল”নামে একটি আর্থ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জন্ম হয়। এরপর থেকে শত প্রতিকূলতার মধ্যে এই সংগঠনটি তিল তিল শ্রম সাধনার মধ্যে দিয়ে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
রাজধানীর মিরপুরস্থ হযরত শাহ আলী (রহ:) এর মাজার এলাকায় বর্তমানে কেন্দ্রীয় কার্যালয় স্থাপনের মধ্যে দিয়ে এই সংগঠণটি সারাদেশে বিভিন্ন বিভাগ,মহানগর,জেলা,উপজেলা,থানা ও ইউনিয়ন পর্যায়ে সুনামের সাথে কমিটি গঠন করে দলকে সুসংগঠিত করত: দেশের সংস্কৃতিপ্রিয় লোকজনকে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নবগঠিত “বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখা” কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম (তুহিন) ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ বি ফরিদ আহম্মেদ কর্তৃক অনুমোদিত হয়েছে।
বক্তারা আরো বলেন,পাঁচ প্রধান লোককবি যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছন রাজা,গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন),বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ এর স্মৃতিধন্য পঞ্চরত্ন বাউলের দেশ সুনামগঞ্জের সংস্কৃতিকে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং এ জেলার সকল কবি সাহিত্যিক ও লোকশিল্পীদের গীতি কবিতা ও পল্লীসাহিত্যগুলো জাতীয়তাবাদী চেতনায় স্বমহিমায় সবার মাঝে উপস্থাপন করার মহান ব্রতকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh