× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, আহত ৩

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

০১ অক্টোবর ২০২৫, ২০:৩১ পিএম

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের জুড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন কিশোর আহত হয়েছে।বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের বিশ্বনাথপুর ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছমাইল হোসেন (২৩) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নাসির মিয়ার পুত্র।

তিনি জুড়ী উপজেলার মধ্য ভোগতেরা জামে মসজিদের ছানি ইমাম ও জামেয়া ইসলামিয়া জুড়ীর ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী শহর থেকে ফুলতলার দিকে দ্রুতগতিতে যাচ্ছিলেন মোটরসাইকেলে থাকা তিন কিশোর। এসময় ভোগতেরা গ্রামের একটি পার্শ্ব সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় মোটরসাইকেলটির ধাক্কায় গুরুতর আহত হন সাইকেল আরোহী ইছমাইল।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছ ও একটি কুকুরের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কুকুরটি মারা যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইছমাইলকে মৃত ঘোষণা করেন। আহত তিন কিশোর প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চলে যায়।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রিফাতুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ইছমাইলের মৃত্যু হয়েছে। অন্য আহতরা চিকিৎসা নিয়ে চলে গেছেন। জুড়ী থানার এসআই মামুন জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি সাইকেল জব্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.