× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় নিসচার সংবাদ সম্মেলন

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার)

০১ অক্টোবর ২০২৫, ২০:৫২ পিএম । আপডেটঃ ০১ অক্টোবর ২০২৫, ২০:৫৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন ও সড়ক নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২ টায় নিসচা বড়লেখা কার্যালয়ে উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন লিখিত কর্মসূচি পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ এবং সিনিয়র সদস্য জমির উদ্দিন ও ছাদিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাসব্যাপী কর্মসূচির রূপরেখা প্রকাশ করা হয়, যা চারটি ধাপে কর্মসূচিগুলো  বাস্তবায়িত হবে:

প্রথম ধাপ সচেতনতা সৃষ্টির কার্যক্রম: স্কুল ও কলেজে সড়ক নিরাপত্তা ক্লাস, পথচারী সচেতনতা ক্যাম্পেইন, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার উৎসাহিতকরণ, পোস্টার ও ব্যানার প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ক্যাম্পেইন।

দ্বিতীয় ধাপ জনসম্পৃক্ততা: রাজনীতিবিদ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়, ছাত্র সংগঠনের নেতাদের আলোচনা সভা, টেলিভিশন টকশো, ড্রাইভার-যাত্রী সংলাপ, ট্রাফিক আইন মানার বিশেষ অভিযান এবং সেফটি স্টিকার বিতরণ।

তৃতীয় ধাপ শিক্ষা ও বাস্তবায়ন: দুর্ঘটনার কারণ ও সমাধান বিষয়ক গবেষণা সেমিনার, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই ক্যাম্প, স্কুল-কলেজে নিরাপদ সড়ক কুইজ প্রতিযোগিতা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, ঝুঁকিপূর্ণ মোড়ে সাইনবোর্ড ও রিফ্লেক্টর স্থাপন এবং সড়ক নিরাপত্তা ডকুমেন্টারি প্রদর্শনী।

চতুর্থ ধাপ: দিবস উদযাপন ও মূল্যায়ন: জাতীয় র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য দোয়া মাহফিল, নাটিকা/ড্রামা, ড্রাইভারদের ফ্রি হেলথ চেকআপ, স্মৃতি পদক প্রদান, ধর্মীয় আলোচকদের সঙ্গে বৈঠক, ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা প্রদান এবং সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন।

বিশেষ উদ্যোগ: পূজা মণ্ডপে জনসচেতনতামূলক প্রচারণা, স্বেচ্ছায় রক্তদান, রাস্তার গর্ত ভরাট, ঝোপঝাড় পরিস্কার ও রাস্তা সংস্করণ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.