ছবি: সংগৃহীত।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রূপনগর কান্দাপাড়া সংলগ্ন টাঙ্গুয়ার হাওর থেকে উমর আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টায় স্থানীয়রা হাওরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত উমর আলী খিদিরপুর গ্রামের শামছুল হকের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধান ব্যবসার পাশাপাশি উমর আলী নৌকায় গরু পরিবহন করতেন। গত রবিবার রাতেও তিনি গরু পরিবহনের কাজে বের হন। তার সঙ্গে আরও তিনজন ছিলেন। ওই তিনজন বাড়ি ফিরলেও উমর আলী নিখোঁজ ছিলেন সেই রাত থেকেই।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওই রাত ১০ টার দিকে গরু বহনকারী দুটি স্টিলবডি নৌকা আটক করে বিজিবি। বিজিবি দাবি করে, গরুগুলো ভারতীয় উৎসের। এ নিয়ে চোরাকারবারিদের সঙ্গে তর্ক-বিতর্ক হয় এবং একপর্যায়ে তারা বল্লম ও আগ্নেয়াস্ত্র দিয়ে বিজিবির ওপর হামলা চালায় বলে অভিযোগ করে বিজিবি। আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালায়। এসময় দুটি নৌকার একটি পালিয়ে যেতে সক্ষম হলেও অপর নৌকা থেকে ৩৩টি গরু আটক করে বিজিবি।
ঘটনার দুই দিন পার হলেও স্থানীয় বিজিবি কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। মঙ্গলবার সকালে হাওরে ভাসমান লাশ উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত সোহাগ নামে স্থানীয় এক ব্যক্তি লাইভে এসে দাবি করেন, ‘বাঙ্গালভিটা ক্যাম্পের বিজিবির গুলিতে মারা গেছে উমর আলী।’
অন্যদিকে, বিজিবির দাবি চোরাকারবারিরা বিজিবির উপর হামলা করেছে। গুলিও ছুড়েছে। তাতে বিজিবির অনেক সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার এবিষয়ে বিজিবি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। প্রেস বিজ্ঞপিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড় নয়টায় বাংগালভিটা বিওপি’র জেসিও সুবেদার সিগন্যাল মো: ইসরাইল খান ও সাথে ১১ সদস্য বিশিষ্ট একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে আনুমানিক চারশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে রূপনগর নামক স্থানে টহলে গমন করে। পরবর্তীতে টহল চলাকালীন রাত ১০ টায় সংঘবদ্ধ একটি চোরাকারবারী দল ভারতীয় গরু ভর্তি ট্রলার চোরাচালান করার সময় টহল দলের উপর আক্রমণ করে। ১২০ জনের মতো চোরাকারবারী সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলকে ঘেরাও করে ইট, পাথর ও বল্লম নিক্ষেপ করে এবং গাদা বন্দুক দিয়ে বিজিবি টহল দলকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড ফায়ার করে।
পরে গরুসহ একটি ট্রলার রেখে পালিয়ে যায়। চোরাকারবারিদের গুলিতে নায়েক মো. আখিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে আহত হন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রয়েছে। এই অভিযানে ৩৩ টি গরুসহ একটি ট্রলার আটক করা হয়, যেখানে বিভিন্ন বল্লম, দা, কাঁচি, পাথর এবং ঢাল বিদ্যমান রয়েছে। এই ঘটনায় জব্দকৃত মালামালসহ মধ্যনগর থানায় মামলার দায়ের করা হয়েছে।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওই মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বললেন, চোরাকারবারিরা আমাদের টহলদলকে লক্ষ করে হামলা করে। তাদের গুলিতে আমাদের একজন আহত হয়েছে। ওমর আলীর মৃত্যুর কারণ ময়না তদন্তের রিপোর্ট পাবার পর জানা যাবে বলে মন্তব্য করেন তিনি ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh