ফুলবাড়ীয়া প্রতিদিন ডটকম-এর সম্পাদক ও মার্কেটিং বিশেষজ্ঞ ড. জাহাঙ্গীর আলমকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার অন্যতম আসামি মিলনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় দুই কিলোমিটার দৌড়িয়ে ফিল্মের কায়দায় অন্যতম আসামী মিলনকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের বরুকা নামাপাড়া গ্রামে থেকে তাকে গ্রেফতার করেন।
গত ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার বরুকা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক ড. জাহাঙ্গীর আলম সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় সন্ত্রাসীরা ধাঁড়ালো দা দিয়ে তার মাথা ও পায়ে কুপিয়ে জখম করে এবং রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। হামলার সময় তার বাবা, মা ও ভাই বাধা দিতে গেলে তাদেরও হত্যার উদ্যেশ্যে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়।
ঘটনার দিন রাতে সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় হত্যার-চেষ্টার মামলা দায়ের করেন। মামলার পরপরই ৩নং আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। তবে মামলার ২নং আসামি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে লুকিয়ে ছিল।
অবশেষে মঙ্গলবার সন্ধায় ফিল্মের কায়দায় অন্যতম আসামী মিলনকে আটক করতে সক্ষম হয় আইনশঙ্খলা বাহিনী। স্থানীয়রা জানান, সাংবাদিকেসহ তার পরিবারের উপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভয়ানক প্রকৃতির এ আসামিকে গ্রেপ্তার করতে পারায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
ফুলবাড়িয়া থানার (ওসি) মোহা. রুকনুজ্জামান বলেন, “হত্যা-চেষ্টা মামলার আসামি মিলনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হলো। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”