প্রয়োজন হলে জিহাদ করবো। আল্লাহর জমিনে কিভাবে আল্লার দ্বীন কায়েম করা যায় সেই চেষ্টা করবো বলে জানান, বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের পদপ্রার্থী শাহ আকরাম আলী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সালথা উপজেলা শাখার আয়োজনে সালথা উপজেলার মাল্টিপারপাস হলরুমে জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন সহ ৫ দফা দাবীতে জনশক্তি সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশের মানুষ মুসলমান। এ মাটি মুসলমানের মাটি। ইসলাম বিজয় হয়েছে কোরবানির পরে। এখনো কুরবানি ছাড়া ইসলাম বিজয় হবে না।
তিনি আরও বলেন এ জমিন রক্তের বিনিময়ে আসছে। কাজেই ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে রক্ত দেওয়া লাগে। এদেশের মানুষ প্রস্তুত আছে। যুবকরা ও বৃদ্ধরা সবাই প্রস্তুত আছে। আমাদের এ দল মানুষ দুর্বল মনে করে। আসলে আমরা দূর্বল না। এরা জুলুম করে অর্থ উপার্জন করতে চায় না। বক্তব্য শেষে তিনি মোনাজাত করেন।