চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মৌলভীপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা–মেয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ সিএনজি আটকে যায়। এ সময় চালকসহ যাত্রীরা দ্রুত নেমে যান। পরে অটোরিকশাটিকে রেললাইন থেকে সরানোর চেষ্টা করলে দ্রুতগামী ট্রেন এসে ধাক্কা দেয়।
এ ঘটনায় সিএনজির যাত্রী মৌলভীপাড়ার বদিউল আলমের স্ত্রী মাকছুদা বেগম (৪৮) ও মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের এসআই আশরাফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।