ছবি: সংবাদ সারাবেলা।
চাঁদপুর মতলব উত্তরে ঐতিহ্যবাহী ঘনিয়ার পাড় মোল্লা পরিবার ফাউন্ডেশন ২য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে ঘনিয়ারপাড় চৌরাস্তা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অক্সফোর্ড স্কুল মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় ফাউন্ডেশন সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা আলী মনসুর শাহিনের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনে পরিচানায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক, এ সময় বক্তব্য রাখেন ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা হাজী রশিদ মোল্লা, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী খোখন, ফাউন্ডেশন সদস্য জাহাঙ্গীর মোল্লা, সিনিয়র সহ -সভাপতি রফিক মোল্লা সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা , সহ - সাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লা, সহ - সাধারন সম্পাদক নাছির মোল্লা, সদস্য ইমন মোল্লা।
অনুষ্টানে উপস্হিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ ওমর ফারক, ফাউন্ডেশন সহ - সভাপতি মোঃ আবুল কালাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ মাহফুজ আলম মোল্লা,আন্তর্জাতিক সম্পাদক মোঃ সোহাগ মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রোমান মোল্লা, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ রহিম উদ্দিন মোল্লা,কার্রকরী সদস্য মোঃ শাহিন মোল্লা, আমির হোসেন মোল্লা, মমিন মোল্লা, ইমরান সহ মোল্লা পরিবার ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।
প্রধান অতিথি'র বক্তব্যে রবিউল হক বলেন, সামাজিক উন্নতির লক্ষ্যে পারিবারিক সংগঠন বেশ ভূমিকা রাখছেন। এ ধরনের ফাউন্ডেশনের পারিবারিক একে অপরের সঙ্গে সম্পর্কিত। প্রতিটি সামাজিক সংগঠন দেশের তরুণ প্রজন্মের জন্য আশীর্বাদস্বরূপ। কেননা, এসব সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে একজন নাগরিকের মধ্যে দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে এসব সংগঠন দেশের তরুণ প্রজন্মের জন্য সহশিক্ষা হিসেবে কাজ করছে। সমাজের বিভিন্ন সংকটে ব্যাপক তাৎপর্য ভূমিকা রাখছে।
অন্য বক্তরা বলেন,স্বেচ্ছাসেবী সংগঠন বা পারিবারিক সংগঠনের মাধ্যমে সমাজ কল্যাণ কর হয়। যেমন বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, কিশোর অপরাধ প্রতিরোধে ভূমিকা উল্ল্যখ যোগ্য। এছাড়াও সমাজে পাঠাগার স্থাপন, তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নেয়া, দেশের উচ্চ পর্যায়ের শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়ানো। অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী প্রদান করা, সম্ভাবনাময় তরুণদের জন্য এগিয়ে আসা এতে একটি সুন্দর ও উন্নত সমাজ বিনির্মান সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh