সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদল ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত জিহাদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে। গতকাল শনিবার সকাল ১১টায় নিহতের ভাড়া বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে সমবেদনা প্রকাশ এবং অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক শিবলু, যুগ্ম সম্পাদক পারভেজ এবং সহ-দপ্তর সম্পাদক মিলন হোসেন ওমি। এছাড়া ছাত্রনেতা দিদার, কাউছার, নাজমুল, জনি, ইমন ও ইউসুপও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।