× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সর্দার হত্যার মূল আসামি গ্রেপ্তার

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ার ক্লিবডন চা বাগানের শ্রমিক সর্দার রামবচন গোয়ালা (৪০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় হত্যার মূল আসামি গোলাপ সতনামী (৩৩)-কে হত্যায় ব্যবহৃত লাঠি, ভিকটিমের মোবাইল ফোন, জুতা, গামছার টুকরা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামবচন গোয়ালা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন স্বজনরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ২৭ সেপ্টেম্বর কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরদিন সকালে জুড়ীর কাপনাপাহাড় চা বাগান এলাকায় রক্তের দাগ ও একটি স্যান্ডেল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বাবুনালা ছড়া থেকে রামবচনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন এর তত্ত্বাবধানে ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্তে নামে।

গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ ৩ অক্টোবর ভোরে কামিনীগঞ্জ বাজার এলাকা থেকে গোলাপ সতনামীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

জিজ্ঞাসাবাদে গোলাপ সতনামী জানায়, সেদিন সন্ধ্যায় সে রামবচনকে মদপানের প্রস্তাব দেয় এবং মোটরসাইকেলে করে রত্না চা বাগানে যায়। সেখানে চন্দন নামের আরেক ব্যক্তির সঙ্গে মদপান চলাকালে চাকরি ফেরত চাওয়া নিয়ে রামবচনের সঙ্গে তার তর্ক হয়। এ সময় রামবচন তাকে গালিগালাজ করলে ক্ষিপ্ত হয়ে সে হত্যার পরিকল্পনা করে।

গোলাপ আরও জানায়, ২০১৭ সালে রামবচনের কারণে নিজের চাকরি হারানোর ক্ষোভ তার মনে ছিল। ঘটনার রাতে আনুমানিক রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাগরনাল চা বাগান থেকে ফেরার পথে বাবুনালা ছড়ার কাছে মোটরসাইকেল থামিয়ে কোদালের হাতল দিয়ে রামবচনের মাথায় একাধিক আঘাত করে সে। এতে ঘটনাস্থলেই রামবচনের মৃত্যু হয়।

হত্যার পর গোলাপ সোনারূপা চা বাগানে গিয়ে এক ব্যক্তিকে ঘটনাটি জানায়। পরে তারা দু’জনে মিলে লাশ বাবুনালা ছড়ায় ফেলে দেয় এবং গাছপালা ও মাটি চাপা দিয়ে পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ মিয়া।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.