চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় গতকাল শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আহত ব্যক্তিরা হলেন-জাবেদ , জাকির, তানভীর, সিরাজুল ইসলাম, ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু, জাহিদুল ইসলাম, সৌরভ বড়ুয়া, মো. পারভেজ, নুরুল আলম, শুক্কুর আলম, রায়হান ও শামীম।