× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিউমার্কেটের ফুটপাত ড্রেনের ময়লায় ভরে গেছে, তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

নিজস্ব প্রতিবেদক।

০৫ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকার সামনের ফুটপাত এখন নোংরা, কাদা ও দুর্গন্ধে ভরে গেছে। সম্প্রতি ড্রেন পরিস্কারের কাজ চলাকালে ড্রেন থেকে তোলা ময়লা-আবর্জনা ফেলা হয়েছে ফুটপাতের ওপরেই। ফলে পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে অসহ্য দুর্গন্ধ ও পরিবেশ দূষণ।

দেখা গেছে, ফুটপাতজুড়ে স্তূপ আকারে পড়ে আছে ড্রেনের কালো বর্জ্য, পলিথিন, কাদা ও নোংরা পানি। এই অবস্থায় পথচারীরা স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। বাধ্য হয়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক ব্যবহার করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ড্রেন পরিষ্কারের পর যথাসময়ে ময়লা না সরানোয় দোকানের সামনে ময়লা জমে আছে দিনের পর দিন। দুর্গন্ধে ক্রেতারা দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

পথচারী ও দোকান মালিকদের অভিযোগ, সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা দ্রুত ময়লা অপসারণ, ফুটপাত পরিষ্কার ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নগরবাসীর প্রত্যাশা, নিউমার্কেট এলাকার এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.