× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৫, ১৩:০১ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডএর ৩৫তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর(শনিবার) বিকাল ৪ টায় বসুরহাট পৌরসভা অডিটোরিয়ামে বসুরহাট ব্যবসায়ী সমবায় সাধারণ সভা ও বাজেট অধিবেশনে সমিতির সভাপতি আবদুল মতিন লিটন সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য করিমুল হক সাথী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

আরও বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন,বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার তোহা,চাপরাশির হাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ  আবুল বাসার,বামনী ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ. এস. এম. কামাল উদ্দিন,বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর। 

সভাপতি আবদুল মতিন লিটন সমিতির সদস্যদের শেয়ারের ওপর ৬% ও সঞ্চয়ের ওপর ৪% লভ্যাংশ ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিতি সদস্যদের মধ্যে ১ম, ২য় ও ৩য় পুরস্কারসহ ১০০ জনকে র‌্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কৃত করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.