× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৫, ১৩:৫৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার (০৫ অক্টোবর) সকাল ১১ টায়  লালবিহারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সস্প্রসারিত ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শালাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা কমিটির আহবায়ক আব্দুল গফুর মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উচাই বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, লালবিহারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী, সড়াইল কলেজের প্রভাষক আহসান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.