খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে। “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’’ এ প্রতিপাদ্যে শিক্ষক দিবসের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় রোববার (৫ অক্টোবর) সকালের দিকে একটি র্যালি সহ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুত এর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম প্রমুখ বক্তব্য দেন।
শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রদানপূর্বক শিক্ষক হেনস্থা বন্ধ করতে হবে জানিয়ে বক্তারা বলেন, শিক্ষকতা কোন পেশা নয় এটা সেবা মনে করেই শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে। একজন শিক্ষক দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর। বিনা কারণে শিক্ষককে যে কোন ধরণের রাজনৈতিক হেনস্তা বন্ধ করতে হবে। না হয় মেধাবীরা এ মহান পেশায় নিরুৎসাহিত হবে। শিক্ষকের মর্যাদাবৃদ্ধি ও জীবনমান উন্নয়নে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি করেন তারা।
অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।