রংপুরের বদরগঞ্জে উপজেলা স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন। উপজেলার ১০ ইউনিয়ন থেকে প্রায় ২৬ জন স্বাস্থ্যসহকারী এই কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বদরগঞ্জ উপজেলা শাখার সদস্যরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে রোববার (৫ অক্টোবর) এ কর্মবিরতি পালন করেন।তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এস আই টি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারে সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শন ডিপ্লোমা সম্পনকারী সমমান হিসেবে গন্য করতে হবে।
উপজেলা স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
স্বাস্থ্য সহকারীর ৬ দফা দাবির কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রুহুল আমিন, সহসভাপতি সান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক লাভলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বায়োজিদ আহসানসহ অন্যান্য সহ স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হেলস অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনে সভাপতি রুহুল আমিন, আমাদের ৬ দফা দাবি যতদিন বাস্তবায়ন হবেনা ততদিন এই কর্মবিরতি অব্যাহত রাখবো বলে জানিয়েছেন।