× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৫, ১৪:৫৪ পিএম

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পাবনার ঈশ্বরদীতে পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ‎পাবনা জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে গতকাল শনিবার (৪ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

‎‎বিকেলে ঈশ্বরদী পৌরসভার ২নং ওয়ার্ডস্থ সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি। ‎গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর শহরের কাচারীপাড়া পশ্চিম টেংরী এলাকার মৃত বাবলু আহমেদের ছেলে রাসেল আহমেদ (৩৯) ও সাঁড়া ইউনিয়নের মাজদিয়া মাদ্রাসাপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে আরজ খাঁ (৪৩)।

‎‎অপরদিকে, রাতে উপজেলার দাশুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে আরেকটি অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ‎গ্রেপ্তারকৃতরা হলেন- ঐ এলাকার আদম আলীর ছেলে হাফিজুর রহমান (৩৪)। ‎গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

‎‎ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন এসআই (নি.) মহিদুল ইসলাম, এসআই (নি.) অসিত কুমার বসাক, এসআই (নি.) বুরজাহানসহ সঙ্গীয় ফোর্স।

‎‎জেলা গোয়েন্দা শাখা, পাবনা জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তারা বদ্ধপরিকর। জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিবি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.