× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীমঙ্গলে ১২ ফুট দৈর্ঘ্যর অজগর!

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

০৫ অক্টোবর ২০২৫, ১৫:৪২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সকাল থেকেই শ্রীমঙ্গলের খাইছড়া চা বাগানের শ্রমিকরা কাজ করছিলেন বাগানের একটি সেকশনের লেকের কাছে। হটাৎ তাদের চোখ লেকের পাড়ের একটি গর্তে। লেকের উপর থেকে পড়ছে ধারাবাহিক ঝর্ণার পানি। ঠিক তাঁর মধ্যখানে ওই গর্তের অবস্থান হওয়ায় দৃশ্যটি দেখে রীতিমতো তাঁরা আতঙ্কিত।

জ্যান্ত অজগর গর্তের গহীনে নড়াচড়া করছে। শরীর শিউরে ওঠা এমন দৃশ্য দেখে শ্রমিকরা তাৎক্ষণিক কাজ বন্ধ রেখে বিষয়টি জানান, খাইছড়া চা বাগান ব্যবস্থাপককে (ম্যানেজার)।  এর পর বাগান কতৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে সেখানে পৌঁছান শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ। পরে লেকের পাড়ের ওই গর্ত থেকে টেনে ২১ কেজি ওজন ও ১২ ফুট দৈর্ঘ্যর বিশাল ওই অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন লেকের পাড়ে।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে খাইছড়া চা বাগানের লেক থেকে উদ্ধার করা হয় বিশাল ওই অজগরটি।

বাগান শ্রমিকরা জানান, তাঁরা চাপাতা তুলার সময় হঠাৎ লেকের পাড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। এমন দৃশ্য দেখে তাঁরা আতঙ্কিত হয়ে চা পাতা সংগ্রহের কাজ সাময়িক  বন্ধ রাখেন। পরবর্তীতে বাগানের চা শ্রমিকরা ম্যানেজারকে বিষয়টি জানালে ম্যানেজার শ্রমিকদের ফের  কাজে যোগ দিতে নির্দেশ দিয়ে বলেন, আমি বিষয়টি দেখছি।”

এরপর ডেপুটি ম্যানেজার সাদিকুল রহমান (ভাড়াউড়া চা বাগান) ও আবু নাসির মো. জামান নাহিদ (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খাইছড়া চা বাগান) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগর সাপটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ক’দিন পর পরই শ্রীমঙ্গলের বিভিন্ন লোকালয় থেকে বিশাল দেহের অজগর, চশমা পড়া বানর কিংবা নানা প্রজাতির সাপ ও বন্যপ্রাণী ধরা পড়ছে। বনে খাবার সহ নানা সংকটই লোকালয়ে সাপ সহ বন্যপ্রাণী অব্যাহতভাবে ধরা পড়ার অন্যতম কারণ বলে মনে করছেন সচেতন মহল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.