× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সার নীতিমালা ও ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি

ফরিদ উদ্দিন, ঢাকা

০৫ অক্টোবর ২০২৫, ১৮:১৪ পিএম । আপডেটঃ ০৫ অক্টোবর ২০২৫, ১৮:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

২০০৯ সালের বিদ্যমান সার নীতিমালা বহাল ও ডিলারদের কমিশন বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সংবাদ সম্মেলন করেছে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টন নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএফএ চেয়ারম্যান ওয়ালিউর রহমান।

তিনি বলেন, দেশে সার সংকট সৃষ্টির লক্ষে গত ফ্যাসিবাদ সরকারের কুচক্রি মহল গভীর ষড়যন্ত্রে লি, তারা কৃষকদের মাঝে ভুল মেসেজ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে, ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন ২০০৯ সালের বিদ্যমান সার নীতিমালা বহাল রেখে এবং ডিলারদের কমিশন বৃদ্ধি করতে হবে, বর্তমানে সারা বাংলাদেশের সারের ডিলারেরা অসহায় ভাবে দিনযাপন করছে। তিনি সারের কমিশন বৃদ্ধির সাথে ডিলারদের প্রাপ্য কমিশন বৃদ্ধির দাবি জানান

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কেএম ওয়ালিউর রহমান বাবুল, সিরাজুল ইসলাম বিদুৎ পরিচালক একেএম হারুন অর রশিদ, লিটন কুমার দাস, নুরুল আলম, ফরহাদ হোসেনসহ সারা বাংলাদেশের জেলা ও উপজেলার সারের ডিলারগন উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.