ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. নাজমুস সাকিব এবং গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা’র সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম।
কর্মশালায় ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারবৃন্দ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা সিভিল সার্জন।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, ইউনিসেফের কর্মকর্তা আব্দুল জলিল, জেলা স্কাউটের সহ-সভাপতি ও সাংবাদিক একে এম আবদুর রহীমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কাউট-গার্লস গাইড সদস্যরা।