× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

০৫ অক্টোবর ২০২৫, ২০:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

“শিক্ষক সম্মান,শিক্ষার মনোন্নয়নে অঙ্গিকার” এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৫অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মাধ্যমিক সমিতির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান, মিহির ধর চৌধুরী,আব্দুল মোমিন,মো.খুরশেদ আলী,সফাত আলী মাদ্রাসার প্রভাষক মো.সেলিম চৌধুরী,সহকারী প্রধান শিক্ষক মো.আজাদুর রহমান,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় বক্তারা বলেন,শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে,শিক্ষকদের হাত ধরেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে।তাই শিক্ষার্থীদের যথাযত জ্ঞান,নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে সকল শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.