কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতের কারণে মাদ্রাসার শিশু শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় গতকাল রোববার (৫ অক্টোবর) মাদ্রাসা থেকে ফেরার সময় বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া নামে শিশুর মৃত্যু হয়। বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে। স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় শিশু বাবলু।
এদিকে উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু হয়েছে। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে গরুকে খাওয়ার জন্য ঘাস তুলতে গেলে বজ্রপাতে আক্রান্ত হয়। পরে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়। পরে মরদেহ ফিরিয়ে নিয়ে দাফন করে পরিবারের লোকজন।
বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।