বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অসহায় ও গরীব পরিবারের মাঝে খাদ্য ও পোশাক সামগ্রী বিতরণ করেছেন রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া। পার্বত্য রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন পাড়ায় গতকাল রোববার (৫ই অক্টোবর) সকালে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, উপজেলা মহিলা দলের নেত্রীসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় অসহায় মানুষের পাশে আছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
এসময় সাধারণ সম্পাদক মংঞোই মারমা বলেন, “প্রবারণা পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার প্রতীক। এই দিনে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবধর্ম।”
অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা বিএনপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।