চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল রোববার (৫ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান ও নাজমুন নাহার নেলী। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন সঞ্জীব রেডিড।
বক্তারা শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল- “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।”