ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে ও ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবীতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সোমবার সকালে দাগনভুঞা জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ইসলামী ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আইবিডব্লিওএফ দাগনভুঞা পৌরসভা শাখার সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নজির আহমদ, আইবিডব্লিউএফ এর দাগনভুঞা উপজেলা সাধারণ সম্পাদক এমরান পাটোয়ারী,পৌরসভা সেক্রেটারি মাঈন উদ্দিন পৌরসভা জয়েন্ট সেক্রেটারি নুর নবী দুলাল ওবিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহেল।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সময়ে এস আলম গ্রুপের লুটপাটের কারনে ইসলামী ব্যাংক তার ঐতিহ্য হারিয়েছে। দেশের মানুষের প্রাণের ব্যাংকটিকে নিয়ে এখনো এস আলম গ্রুপের চক্রান্ত অব্যাহত রয়েছে। তাদের অযোগ্য লোক নিয়োগ করে ব্যাংক থেকে কোটি টাকা লুটপাট করেছে। আওয়ামী দোসরদের ব্যাংকে নিয়োগ দিয়ে দলীয়করণ করেছে। ইসলামী ব্যাংককে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হলে দ্রুত এসব অযোগ্য লোকদের অপসারণ করতে হবে। এ বিষয়ে সকল গ্রাহক ও ব্যবসায়ীকে সর্বোচ্চ সর্তক থাকতে হবে।
এ ছাড়া উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ব্যাংকের গ্রাহক ও দাগনভুঞা বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।