জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নাটোরে ১১ কেজি গাঁজাসহ সেলিম আহম্মদ (২৬) এবং মো. জুবায়ের ইসলাম ওরফে আশিককে (২২) আটক করেছে। আজ ৬ অক্টোবর (সোমবার) ভোর সাড়ে পাঁচটার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকার শান্তি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের ওই গাঁজাসহ আটক করা হয়। আটককৃত সেলিম আহম্মদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমগাছী উপর রাজরামপুর এলাকার জনৈক মিন্টু রহমানের ছেলে এবং একই জেলার শিবগঞ্জ উপজেলার দাদন চক গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. জুবায়ের ইসলাম ওরফে আশিক।
পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে মাদকদ্রব্য উদ্ধার ও চেকপোষ্ট ডিউটি করাকালে একটি যাত্রীবাহী বাসের যাত্রী সেলিম আহম্মদ এবং মো. জুবায়ের ইসলাম ওরফে আশিককে আটক করেন। সদর উপজেলার তেবাড়ীয়া ইউনিয়নের নারায়নপাড়া এলাকায় নাটোর থেকে রাজশাহী মহাসড়কের পাশে নির্মানাধীণ শান্তি ফিলিং স্টেশনের সামনে কুমিল্লা থেকে রাজশাহী গামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের যাত্রী ছিলেন তারা দু’জন।
এসময় সেলিম আহম্মদের কাছ থেকে ৮ কেজি গাঁজা এবং মো. জুবায়ের ইসলাম আশিকের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।