× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুবকের আত্মহত্যা

আরিফুল ইসলাম মামুন, ভৈরব (কিশোরগঞ্জ)

০৬ অক্টোবর ২০২৫, ১৪:৩৭ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ফাঁসিতে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার (৬ অক্টোবর) সকালে পৌর শহরে আমলা পাড়া অবদার মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম রাসেল মিয়া (২৫)। সে আমলা পাড়া এলাকার ভোলা মিয়ার ছেলে। ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি এ তথ্য নিশ্চিত করেছেন। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মিয়া একজন অটো রিকশা চালক ছিলেন। সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছে। অস্বাভাবিক আচরণের কারণে ১ বছর আগে ১ মাস বয়সি কন্যা সন্তান নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি কুমিল্লায় চলে যান। এরপর থেকে তার সমস্যা আরও বেড়ে যায়। ধীরে ধীরে রাসেল মাদকাসক্ত হয়ে পড়ে। গতকাল রোববার রাতে না খেয়েই নিজ ঘরে শুইতে যায়। ছোট ভাই সকাল ছয়টায় ডাকতে গিয়ে দেখে রাসেল নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলে আছে। পরে থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিহতের স্বজন শাহদাত হোসেন বলেন, রাসেলরা চার ভাই। ভাইদের মধ্যে সে তৃতীয়। ছেলেটি অনেক ভাল ছিল। তবে মাদকের সাথে জড়িত ছিল বলে বাবা-মা তাকে দু’একবার জেলেও রেখেছে। তবে সঠিক চিকিৎসা পেলে ছেলেটিকে ভাল করা যেতো। পাগলামির জন্য বউ ছেড়ে গেছে। কিন্তু ছেলেটি বিয়ের আগে সুস্থ ছিল।

ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.