কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী রাজঘাট থেকে মগডেইল ও সাইরার ডেইল এলাকা এক দশক আগেও ছিল অনেকটাই গ্রাম প্রধান। তাই গড়ে উঠছিল কোনো পরিকল্পনা ছাড়াই। শুধু তাই নয়, অনেকে রাস্তার জায়গা দখল করে বাড়ি ও দোকানপাটও তুলেছিলেন। আশার কথা, কিছুদিন ধরে এ এলাকায় রাস্তা দখল করে নির্মিত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে।
বিশেষ করে উপজেলার মাতারবাড়ী রাজঘাট থেকে নতুন বাজার হয়ে মগডেইল ও সাইরার ডেইল পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন, জাইকা ও স্থানীয় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ।
প্রথম থেকে পুরান বাজার হয়ে মগডেইল পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। নকশা অনুযায়ী সড়কটির প্রস্থ ১৮ ফুট। দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে বাস্তবে সড়কটির প্রস্থ দাঁড়ায় কোথাও ১০ ফুট, কোথাও ১৫ ফুট। উচ্ছেদ অভিযানের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু করেছে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ২২ কোটি ২৬ লাখ ৬৭ হাজার টাকায় সড়কটি বরাদ্দ হয়েছে। যার দায়িত্ব পেয়েছে প্রাণ-আরএফএল সেন্টার নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান । অভিযোগ উঠেছে মাতারবাড়ী বাংলা বাজারের প্রবাসী আবচার রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তুলেছে বহুতল ভবন। তার ভবন রাস্তার অংশে ভেঙ্গে ফেলার জন্য প্রশাসনের পক্ষে থেকে মার্ক করে দেওয়া হয়েছে। তবে তার পাশে অন্যান্য স্থাপন ভাঙ্গা হলেও কোন এক অদৃশ্য শক্তিতে বিল্ডিংটা ভাঙ্গা হচ্ছে না এমন প্রশ্ন এলাকাবাসীর। প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অনেকে বলছে মোটা অঙ্কের অর্থের বির্নিময়ে ম্যানেজ হয়ে তার রাজপ্রাসাদ সমান ভবনটি। তাই এটি অক্ষত রেখে সড়কের কাজ চলমান থাকলে প্রশাসনের প্রতি আস্থা হারাবে সাধারণ জনগণ।
এলজিইডি সূত্রে জানা যায়, নকশা অনুযায়ী মাতারবাড়ী প্রধান সড়কের রাজঘাট হয়ে বাংলাবাজার পুর্বপাশ দিয়ে মগডেইল সড়ক ও পশ্চিম পাশ হয়ে সাইরার ডেইল একটি সংযোগ সড়ক আছে। দুপাশের ভবন মালিকেরা নকশা বহির্ভূতভাবে সড়কটির অর্ধেকের বেশি অংশ দখল করে রেখেছেন। এ কারণে সড়কটি সংকুচিত হয়ে গেছে। এলজিইডি দীর্ঘদিন ধরে সড়কটি দখলমুক্ত করার চেষ্টা করছে।
এর ধারাবাহিকতায় গত সপ্তাহ ধরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে সড়কের জায়গা দখল করা ভবনের অংশবিশেষ ভেঙেছেন উচ্ছেদকারীরা।
গতকাল সড়কটি ঘুরে দেখা যায়, বাংলা বাজার ও মগডেইল সড়কের একটি অংশের অধিকাংশ ভবনের কিছু অংশ ভাঙা হয়েছে। পুরো সড়কটি ভাঙাচোরা, এবড়োখেবড়ো। দীর্ঘদিন সড়কটি সংস্কার হয়নি।
এছাড়াও নতুন বাজার হয়ে বাংলা বাজার পর্যন্ত সড়কের দুপাশে যত ভবন আছে, সেগুলোর অবৈধ অংশ ইতোমধ্যেই ভেঙে ফেলা হয়েছে, নয়তো ভাঙার কাজ চলছে। যাদের দোকানপাট ছিল, তারা তা ভেঙে সড়ক থেকে নির্দিষ্ট দূরত্বে নতুন করে নির্মাণ করছেন।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন জানান, সড়ক দখল করে যারা বাড়ি ঘর নির্মান করেছে তারা নিজ উদ্যাগে ভেঙে সড়কের জায়গা সড়কে ছেড়ে না দিলে ভেঙে দখলমুক্ত করা হবে। কেউ পার পাবার সুযোগ নাই বলে জানান তিনি।
মহেশখালী উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি জানান, সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভবনের অংশবিশেষ ভেঙে ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে সড়কের জায়গা দখল করা ভবনের অংশ ভাঙা হবে। কেউ যদি নিজ দায়িত্বে না ভাঙে তবে উচ্ছেদ চালানো হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh