পার্বত্য চট্টগ্রাম তিনটি জেলা বাংলাদেশের অংশ। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। সার্বভৌমত্বের সাথে আমাদের বিন্দুমাত্র আপোস করার সুযোগ নেই বলে জানান জাতীয় নাগরিক পার্টি এমসিপি উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার (৬ অক্টোবর) নাটোর শহরের আবাসিক হোটেলের কনভেনশন হলে নাটোর জেলা নাগরিক পার্টির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, টিআরপি পাওয়ার জন্য ভারতের মিডিয়াগুলো যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে সারজিস বলেন, একেবারেই স্পষ্ট লাইন যেহেতু আমাদের সাফল্য প্রতীক পেতে বাধা নেই আমরা শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এটা ছাড়া কোন বিকল্প নেই।
নির্বাচন কমিশন সম্পর্কে সারজিস আলম বলেন, নির্বাচন কমিশনকে আমাদের জায়গা থেকে তাদের অনুরোধ করবো তারা যেন তাদের স্ট্যান্ডার্ড এর পরিচয় দেয়। এ নির্বাচন কমিশন যদি আমাদের শাপলা প্রতীক না দেয় তাহলে বুঝবো যে এ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার আস্থা হারিয়ে ফেলেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী), ইমরান ইমন-সংগঠক ফয়সাল আহমেদ প্রমুখ। নাটোর জেলা জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর জারজিস কাদির (বাবু) সিনিয়র যুগ্ন সমন্বয়ক আব্দুল মান্নাফ, সমন্বয় আব্দুল্লাহ আল নোমান পিয়াস, তৌফিক নেওয়াজ, সমন্বয়ক মাহফুজুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার সভাপতি শিশির মাহমুদ প্রমুখ।