ফেনীর দাগনভূঞায় কোমলমতি শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দাগনভূঞা পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সামছুদ্দিন আল আজাদ। তিনি দাগনভূঞা পৌরসভার বিভিন্ন মসজিদে বাচ্চাদের জন্য চকলেট রেখে দিচ্ছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) দাগনভূঞা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মসজিদ গুলোতে তিনি এ চকোলেট গুলো পৌঁছে দেন।
যুবদলের এ উদ্যোগের প্রশংসা করে সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন। তারা বলছেন, এটি যুব সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার অংশ।
এবিষয়ে দাগনভূঞা পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলেন, বাচ্চাদের ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করা উচিত।তাদের উদ্বুদ্ধ করতে আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি। আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।