শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের হল রুমে আজ অনুষ্ঠিত হলো স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় দপ্তরের প্রতিনিধি ও স্বপ্নসারথি কিশোরীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক শেরপুর জেলা সমন্বয়ক ফারহানা মিল্কি এবং সঞ্চালনা করেন কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, অফিসার সেলপ মোঃ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ২৭ জন ১৮ বছর পূর্ণ করা কিশোরীকে সনদপত্র, ফুল ও মগ প্রদান করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য সকলকে ধর্ম-বর্ণ-গোত্রের ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যেতে হবে। নাগরিক হিসেবে অধিকার ও কর্তব্য সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমেই সমাজ এগিয়ে যাবে। এলাকায় কোথাও বাল্যবিয়ে সংগঠিত হলে সরকারী হটলাইন বা উপজেলা প্রশাসনের নম্বরে ফোন দিতে হবে। অনুষ্ঠানে অংশ নেওয়া কিশোরীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মিম মেঘলা ও তন্নী আক্তার।