× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫ শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগদান

মো. শাহীন আলম, হাতীবান্ধা (লালমনিরহাট)

০৬ অক্টোবর ২০২৫, ২০:২৬ পিএম

ছবি: সংগৃহীত।

লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (বিএনপির সহযোগী সংগঠন) যোগদান করেছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষার্থীরা ছাত্রদলে অন্তর্ভুক্ত হন। এ সময় ছেলে ও মেয়ে শিক্ষার্থী উভয়েই উপস্থিত থেকে ফুলের শুভেচ্ছায় নতুনভাবে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি নবযোগদানকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল -নোমান, এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা গাজী সান্নিধ্য, সম্পদ, তাওহীদ ইসলাম, আল মুসাব্বির মুন্না, অনন্যা, রুকাইয়া প্রমুখ।

বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন,“ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে তরুণ প্রজন্ম গণতন্ত্র ও ন্যায়ের আন্দোলনে শামিল হতে প্রস্তুত।”তিনি আরও বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের প্ল্যাটফর্ম। সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা আজ তোমাদের হাতে শক্তি ও সাহসের প্রতীক

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.