× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রঙিন ফানুস উড়িয়ে আলোকিত আকাশ

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি)

০৭ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম

রাঙ্গামাটির রাজস্থলী উপজলোর বাঙ্গালহালিয়া ইউনিয়নে ধর্মীয় ভাবগার্ম্ভীয ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব প্রবারণা পূর্ণিমা। সন্ধ্যা নামতেই আকাশ ভরে ওঠে রঙ-বেরঙের ফানুসে। পাহাড়ি জনপদের আকাশজুড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য প্রবারণা পূর্ণিমা এক আধ্যাত্মিক পরিশুদ্ধির দিন। তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে এই দিনে পরস্পর প্রার্থনার মাধ্যমে মনের অশুদ্ধতা দূর করেন। এই পর্ব শেষে শুরু হয় আনন্দ-উৎসব, প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো। বাঙ্গালহালয়িা ইউনিয়নরে বিভিন্ন বিহার প্রাঙ্গণে দিনভর চলে ধর্মীয় দেশনা, দান, ও প্রার্থনা অনুষ্ঠান। সন্ধ্যা ঘনিয়ে আসতেই স্থানীয়রা দলবেঁধে ফানুস উড়িয়ে শুভ কামনা করনে সকল প্রাণীর মঙ্গল, সুখ ও শান্তির জন্য।

স্থানীয় তরুণ সমাজরে প্রতিনিধি থুইসাচিং মারমা বলেন -“প্রবারণা পূর্ণিমা আমাদের জন্য শুধু একটি উৎসব নয়, এটি আমাদের ধর্মীয় ঐতিহ্যের প্রতীক। আমরা ফানুস উড়িয়ে অশুভ বিদায় ও মঙ্গলের আহ্বান জানাই। প্রতি বছর এই উৎসব আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে।”

অন্যদিকে স্থানীয় বাঙ্গালহালয়িা হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, উ নাইন্দাওয়াসা মহাথরে বলনে,-“এই দিনে রঙিন ফানুস উড়িয়ে মন পবিত্র হয়, সমাজে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠিত হয়। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও আলো ছড়ানোর উৎসব।” সন্ধ্যার পর পুরো বাঙ্গালহালিয়া ইউনিয়নের আকাশ ভরে ওঠে শত শত রঙিন ফানুসে। কেউ বিহার প্রাঙ্গণ থেকে, কেউবা বাড়ির উঠোন থেকে ফানুস উড়িয়ে প্রার্থনা করেন শান্তি ও মঙ্গলের জন্য।

প্রবারণার এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটি পাহাড়ি সমাজের ঐক্য, ভালোবাসা ও সৌর্হাদ্যের প্রতীক হিসেবে মানুষকে প্রতি বছর নতুনভাবে আলোকিত করে তোলে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.