× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে ১লাখ ৪১ হাজার ৫৪৮ বস্তা আলু অবিক্রিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীর হিমাগারে (ফুলবাড়ী ক্লোল্ড স্টোরেজ) ৫৫ কেজি ওজনের ১ লাখ ৪১ হাজার ৫৪৮ বস্তা আলু অবিক্রিত অবস্থায় পড়ে আছে। সরকার হিমাগার গেটে আলুর দাম প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করলেও কৃষকরা পাচ্ছেন প্রকারভেদে মাত্র ৮ থেকে ১০ টাকা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত আলু চাষ মৌসুমে উপজেলায় ১ হাজার ৮২৩ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করা হয়েছিল। এতে উৎপাদন হয়েছিল ৪৫ হাজার ৫৭৫ মেট্রিক টন। দিনাজপুরের দক্ষিণ পূর্বাংশের ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই পাঁচ উপজেলার একমাত্র কোল্ড স্টোরেজ হচ্ছে ফুলবাড়ী কোল্ড স্টোরেজ। এর  ধারণ ক্ষমতা ১ লাখ ৮০ হাজার বস্তা (৫৫ কেজি ওজনের বস্তা)।

জানা যায়, ফুলবাড়ী কোল্ড স্টোরেজে ১ লাখ ৪১ হাজার ৫৪৮ বস্তা আলু অবিক্রিত অবস্থায় কোল্ড স্টোরেজে পড়ে আছে। এবারে আলু উৎপাদন বেশি হওয়ায় মৌসুমের শুরু থেকে কৃষকরা আশানুরূপ দাম পাননি। এখন নতুন আলুর রোপনের মৌসুম শুরু হয়ে গেছে। কোল্ড স্টোরেজে থাকা বিপুল পরিমাণ আলু এখনই বিক্রি করতে না পারলে তা খাওয়ার অনুপযোগী হয়ে পড়বে, পাশাপাশি চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

কৃষি ও কৃষকের বাঁচাতে সরকার গত ২৭ আগস্ট হিমাগার গেটে আলুর দাম ২২ টাকা নির্ধারণ করে দেয়ার পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আলু কেনার ঘোষণা দেন। অথচ বাজারে প্রকারভেদে ১২ থেকে ১৩ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। তবে কৃষকরা পাইকারি হিসেবে কোল্ড স্টোরেজ থেকে প্রকারভেদে ১০ থেকে ১১ টাকা দরে বিক্রি করছেন।

স্থানীয় আলু চাষীরা বলেন, আলুর বীজ, সার, কীটনাশক জমির ভাড়া সহ‘ ৫৫ কেজির এক বস্তা আলু উৎপাদন খরচ ও ভাড়া মিলে দাঁড়িয়েছে ১ হাজার ৩২০ টাকা। এতে এক কেজি আলু দাম হয় ২৪ টাকা। অথচ সরকার প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করলেও আমরা কোল্ড স্টোরেজে পাইকারি দরে ১০ থেকে ১১ টাকায় বিক্রি করছি। ফলে প্রতি কেজি আলুতে ১৩ থেকে ১৪ টাকা লোকসান গুনতে হচ্ছে।’

হাকিমপুর হিলি বাগডর গ্রামের আলু চাষী মিজানুর রহমান বলেন, বীজ আর বাড়ী খাওয়ার জন্য ৯ বস্তা আলু কোল্ড স্টোরে সংলক্ষণ করেন। লোকসানের ভয়ে আলু বের করছেন না, তবে গত শনিবার (৪ অক্টোবর) ৪ বস্তা আলু বের করেছেন। অবশিষ্ট ৫ বস্তা বের করবেন নাকি এখানেই ছেড়ে দেবেন এনিয়ে দুশ্চিন্তায় আছেন এ কৃষক।

ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আলু চাষী আশিকুর রহমান বলেন, আবাদের জন্য বীজের জন্য এবং বাড়ীর খাওয়ার জন্য ৮ বস্তা আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করেন। কিন্তু দাম পড়ে যাওয়ায় আলু বের করতে চাচ্ছেন না। তবুও আবাদের এবং বাড়ীর জন্য জন্য গত শনিবার (৪ অক্টোবর) ২ বস্তা আলু বের করেছেন। অবশিষ্ট ৬ বস্তা আলু আদৌ বের করবেন নাকি সেটি তিনিও বলতে পারছেন না।

আলু ব্যবসায়ী বিধান দত্ত ও জয়ন্ত সাহা বলেন, ‘আলুর দাম বাড়লে সরকারি সংস্থাগুলো দাম নিয়ন্ত্রণ করতে নামে। কিন্তু দাম পড়ে গেলে ব্যবসায়ীদের কোনো খোঁজ খবর রাখে না। খুচরা বা পাইকারি ১৫ টাকা কেজিতেও কেউ আলু কিনছেন না। পাইকারি দরে কোল্ড স্টোরেজ থেকে ১০ থেকে ১১ টাকায় কিনে পাইকারি বাজারে ১২ টাকা এবং খুচরা বাজারে ১৩ টাকায় আলু বিক্রি করতে হচ্ছে।

ফুলবাড়ী কোল্ড স্টোরেজের প্রধান হিসাব ব্যবস্থাপক আবুল হাসনাত বলেন, এই হিমাগারে ৫৫ কেজি ওজনের বস্তায় ১লাখ ৮০ হাজার বস্তা আলু সংলক্ষণ করা হয়েছে। যার ওজন ১০ হাজার মেট্রিক টনেরও বেশি। এরমধ্যে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত কোল্ড স্টোরেজ থেকে সংরক্ষিত আলু বের হয়েছে ৩৮ হাজার ৫০৬ বস্তা। বের হওয়ার অপেক্ষায় পড়ে রয়েছে ১লাখ ৪১ হাজার ৫৪৮ বস্তা আলু। গত বছরে এ সময়ে মধ্যে ৫০ হাজারেও বেশি বস্তা আলু বের হয়েছিল। বাজারে আলুর চাহিদা কম থাকায় কোল্ড স্টোরেজ থেকে কৃষকরা আলু তুলতে  আসছেন না। তবে কৃষকদের সঙ্গে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের চুক্তি অনুযায়ী আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংরক্ষিত আলু কৃষকদের রেব করে নিতে হবে। কারণ ১৫ নভেম্বরের পর কোল্ড স্টোরেজের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। এতে পরে থাকা আলুর কোন ক্ষয় ক্ষতি হলে তার দায় দায়িত্ব কৃষকের। তবে আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে সব আলু বের হয়ে যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.