সারা দেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। একইসঙ্গে আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাদের নিজেদের ব্যবসার জন্য টিও নিবন্ধন পাওয়ার ব্যবস্থা করারও দাবি জানিয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক মোহা. একরামুল হক সোহেল বলেন, কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে যে, দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং খুচরা সার বিক্রেতাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করা হবে। এ ঘোষণায় দেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা ও তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা মনে করছেন, যদি এ প্রস্তাবনা বাস্তবায়িত হয়, তবে তাদের দীর্ঘদিনের ব্যবসা ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, প্রকৃত ব্যবসায়ী হিসেবে পরিচিত এ বিক্রেতারা কৃষকদের কাছে সার সরবরাহের জন্য ব্যাংক ঋণ নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করছেন। সার সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছেন। সরকারের নতুন পদক্ষেপের ফলে তারা শুধু ব্যবসা হারাবেন না, বরং তাদের পরিবারগুলোও বিপদে পড়বে।
প্রধান সমন্বয়ক বলেন, খুচরা সার বিক্রেতারা সরকারের কাছে আবেদন করেছেন, যাতে বর্তমান নীতিমালা পুনর্বিবেচনা করা হয়। দীর্ঘ ৩০ বছর ধরে তাদের এ ব্যবসা ও পরিচিতি রয়েছে। এ পরিস্থিতিতে দেশের কৃষক ও তাদের সহায়কদের জন্যও অত্যন্ত সংকটজনক হতে পারে। খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল হলে সার সরবরাহ প্রক্রিয়া বিপর্যস্ত হতে পারে, যার প্রভাব সরাসরি কৃষকদের ওপর পড়বে। ৫ কোটি কৃষক যারা প্রতিনিয়ত সার পাচ্ছেন, তারা এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন।
মানববন্ধনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ঢাকা জেলা সমন্বয়ক মো. জসীম উদ্দিনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুচরা সার বিক্রেতারা উপস্থিত ছিলেন।