× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তথ্য গোপন করে আমেরিকা ভ্রমণ

মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

০৭ অক্টোবর ২০২৫, ১৪:৪৬ পিএম

মৃত ভাইয়ের পাসপোর্ট তৈরি করে ও নিজের তথ্যগোপন করে বড় ভাইয়ের আমেরিকা ভ্রমণ এবং পারিবারিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বড় ভাই ইলিয়াছের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের বাড়ীভাঙ্গা গ্রামে। ইলিয়াছ বাড়ীভাঙ্গা গ্রামের ঢালী বাড়ীর মৃত হাফেজ মো. হোসেনের ছেলে ।

এ ঘটনায় মৃত মো. রিয়াদের  ভুক্তভোগী পরিবার ও তার ভগ্নিপতি মো. জাকির হোসেন অভিযোগ করে সাংবাদিকদের বলেন- মো. রিয়াদ ও ইলিয়াছ তারা দুজনই আমার শ্যালক। তারা দুজনেই আমেরিকা যাওয়ার জন্য আবেদন করে ছিলেন মো. রিয়াদ ২০১৩ সালে মারা যায় এবং পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। ২০১৯ সালে মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তারের কাছ থেকে মো. রিয়াদের মৃত্যুর একটি প্রত্যনপত্র এবং ষাটনল ইউনিয়ন পরিষদ থেকে মৃত্য প্রত্যয়ন যার সনদ নং- ২৫১৩১৭৯৭৩০২০০০১৪৪ সংগ্রহ করেন মৃত মো. রিয়াদের পরিবারবর্গ ।

মো. রিয়াদ ২০১৩ সালে মারা যাওয়ার পর তার আবেদনটি আমেরিকান এম্বাসি আমেরিকা যাওয়ার অনুমতি প্রদান করেন কিন্তু তার বড় ভাই ইলিয়াছের আবেদনটি পেনডিং অবস্থায় থেকে যায় । ইলিয়াছ তার পরিচয় গোপন রেখে  মো. রিয়াদ পরিচয় দিয়েই একটি পাসপোর্ট যার নং -ইখ ০১৭৩৩৬৯ তৈরি করেন এবং মো. রিয়াদ নামেই ভিষাসহ আমেরিকায় যাওয়ার জন্য তার সমস্তকাগজ পত্র তৈরি করে ২০১৭ সালে মো. রিয়াদ পরিচয়েই আমেরিকায় ভ্রমণ করেন ।

ইলিয়াছ বর্তমানে মো. রিয়াদ পরিচয়েই আমেরিকা থেকে দেশে আসা- যাওয়া করছেন যে কোন সময় দূর্ঘটনা ঘটলে মো. রিয়াদের  স্ত্রী-সন্তান ক্ষয়ক্ষতির স্বীকার হতে পারে বলে মৃত মো. রিয়াদের পরিবারবর্গ জানান । ইলিয়াছ প্রতারনার মাধ্যমে মৃত মো. রিয়াদের স্ত্রী-সন্তানদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার নিজের তথ্য গোপন করে মো. রিয়াদ নামেই তার সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে সাংবাদিকদের কে জানিয়েছেন মো. রিয়াদের ভগ্নিপতি মো. জাকির হোসেন ।

ইলিয়াছের মামা শওকত ওসমান সাংবাদিকদের জানান, জীবিত ইলিয়াছ ও মৃত মো. রিয়াদ তারা দুজনেই আমার ভাগিনা রিয়াদ মারা যাওয়ার পর ইলিয়াছ মো. রিয়াদের পাসপোর্ট ও ভিসার মাধ্যমেই আমেরিকা যান । ইলিয়াছ আমার ছোট ভাগিনা মৃত মো. রিয়াদের সন্তানের ভরণ-পোষণের খরচও দেয়। ইলিয়াছের চাচতো ভাই ফেরদাউস বলেন, রিয়াদ মারা গেছে ইলিয়াছ আমেরিকা গেছে ইলিয়াছতো রিয়াদের সন্তানের ভরণ- পোষণ খরচতো দেয়।

ইলিয়াছের প্রতিবেশী প্রবীন শিক্ষক আব্দুস সাত্তার মাস্টার জানান, মৃত মো. রিয়াদের ভিসা ও পাসপোর্ট দিয়েই তার বড় ভাই ইলিয়াছ আমেরিকায় গেছে তারা আমাগোই আত্বীয়। নাম প্রকাশ না করার শর্তে বাড়ীভাঙ্গা গ্রামের নারী - পুরুষ একাদিক ব্যাক্তি জানান, ঘটনাতো সত্য এইটা গ্রামের সবাই জানে এটা হলো তাগো পারিবারিক ব্যাপার । রিয়াদের পরিবারসূত্রে জানা যায়, ইলিয়াছ আমেরিকায় যাওয়ার সময়  মৃত মো. রিয়াদের পরিবারের ভরণ- পোষণের খরচ দেয়ার কথা ছিল।

মৃত মো. রিয়াদের স্ত্রীর সাথে তার মোবাইলে  নাম্বারে কল করে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান। এদিকে ইলিয়াছের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নাই। ইলিয়াছ তার নিজের পরিচয় ও তথ্য গোপনকরে তার আপন ছোট ভাই মৃত  মো. রিয়াদের পরিচয় বহন করেই তার সমস্ত কাজকর্ম করে যাচ্ছেন যা নিয়ম বহির্ভূত অবৈধ একটি কাজ ।

নিজের তথ্য গোপনকারী প্রতারক ইলিয়াছ কে দেশে ফিরিয়ে এনে তাকে আইনের আওতায় আনার জন্য আমেরিকান এম্বাসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিকামনা করছেন মো. রিয়াদের পরিবারবর্গ ও এলাকাবাসী ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.