ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়াই বেকারি পরিচালনার দায়ে এই জরিমানা করা হয়। একই সঙ্গে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে একটি মিষ্টির দোকানকেও জরিমানা করা হয়।
উপজেলার বামনকান্দা এলাকায় গত সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লতিফ শাহ ফাস্টফুড এন্ড বেকারির’র ম্যানেজার মো.মনিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ হাজার টাকার জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটির অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়াই বেকারী পরিচালনা করেছিল বলে আদালত জানান।
একই ধারায় উপজেলার মালিকগ্রাম বাজারের এক মিষ্টির দোকানে নোংরা পরিবেশের মিষ্টি উৎপাদনের দায়ে দোকানের স্বত্বাধিকারী কৃষ্ণ কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মো. গোলাম মওলা, ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. আজাদ ও ভাঙ্গা ভূমি অফিসের পেশকার মাহবুব মোল্লা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সদরুল আলম সিয়াম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।