শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তার খোরশেদ আলম (পিতা-মৃত মোহাম্মদ আলী), ছিটপাড়া গ্রামের বাসিন্দা। একই গ্রামের সালমান সাদিক (২৭), পিতা খোরশেদ আলম, মালিকানাধীন একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুর জেলার ঔষধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, “ভুয়া ডাক্তার বা অনুমোদনহীন ফার্মেসি জনগণের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জেলা প্রশাসন, শেরপুর সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে চিকিৎসার প্রয়োজনে শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে এবং কোনো ভুয়া ডাক্তার বা অনুমোদনবিহীন ফার্মেসির কার্যক্রম লক্ষ্য করলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য।