ফেনীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে ফেনী জেলা পরিষদ প্রাঙ্গনে
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে শিশু অধিকার সপ্তাহের বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (এনডিসি) জিমরান মোহাম্মদ সায়েক।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি ফেনী জেলা কার্যালয়ের লাইব্রেরিয়ান মোহাম্মদ দেলোয়ার হোসেন খানসহ সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
শেষে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“শিশুর কথা শুনবো আজ-শিশুর জন্য করবো কাজ”- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফেনী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ফেনী জেলার আয়োজনে শিশু অধিকার সপ্তাহ আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।